ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ছাত্ররাজনীতি নয়, ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে: আমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
ছাত্ররাজনীতি নয়, ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে: আমান মানববন্ধনে বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান জয়নুল আবদিন ফারুক। ছবি: বাংলানিউজ

ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক ডাকসুর ভিপি আমান উল্লাহ আমান বলেছেন, বর্তমান সরকার ছাত্ররাজনীতিকে বন্ধ করে দিতে চায়। ছাত্ররাজনীতি বন্ধ নয়, ছাত্র রাজনীতিকে কলুষিত করা গুন্ডা বাহিনীর নেতৃত্বে চলা ছাত্রলীগের রাজনীতি বন্ধ করতে হবে। দুর্বৃত্তদের দুর্বৃত্তায়নকে বন্ধ করতে হবে। 

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী গাড়িচালক দল আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।  
 
আমান উল্লাহ আমান বলেন, বর্তমানে অবৈধ সরকার, রাতের সরকার, আওয়ামী লীগ সরকার দেশ চালাচ্ছে।

দেশনেত্রী খালেদা জিয়াকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। গণতন্ত্রের মাকে বন্দি রাখা হয়েছে। গণতন্ত্রকে বন্দি করে রাখা হয়েছে। মানবাধিকারকে ভুলুণ্ঠিত করা হচ্ছে। মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছে এ সরকার।  

খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, এ মানববন্ধন থেকে আমরা শপথ গ্রহণ করব। গণতন্ত্র মুক্ত করে খালেদা জিয়াকে মুক্ত করবো, তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনবো। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে একটি নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। এ নির্বাচনের মাধ্যমে ইনশাল্লাহ জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। এ অবৈধ সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই।  

১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ১৪ দলের নেতা ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন কি বলেছেন, জনগণ ভোট দিতে পারে নাই, উপজেলায় ভোট দিতে পারে নাই, ইউনিয়ন পরিষদে ভোট দিতে পারেনি। তাই ভোটবিহীন এ সরকারের ক্ষমতায় থাকার অধিকার নাই। অবিলম্বে আওয়ামী লীগকে সরকার থেকে পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এটাই হোক মানববন্ধনের অঙ্গীকার।  

জাতীয়তাবাদী গাড়িচালক দলের সভাপতি জসিম উদ্দিন কবিরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন নাজিম উদ্দিন আলম, মিয়া মোহাম্মদ আলম, মোহাম্মদ শাজাহান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
আরকেআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।