ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

১৪ দলে আছি বলেই চিঠি দেওয়া হয়েছে, জবাবও দেবো: মেনন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
১৪ দলে আছি বলেই চিঠি দেওয়া হয়েছে, জবাবও দেবো: মেনন

নারায়ণগঞ্জ: বিগত নির্বাচন নিয়ে এক মন্তব্যের জেরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের (এমপি) কাছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট ১৪ দলের পক্ষ থেকে ব্যাখ্যা চাওয়ার বিষয়ে তিনি বলেছেন, ওয়ার্কার্স পার্টি এখনো ১৪ দলে আছে বলেই চিঠি দিয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সেই চিঠির জবাব দেওয়া হবে। 

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের ডিআইটিতে অবস্থিত সিটি সেন্টারের হল রুমে জেলা ওয়ার্কার্স পার্টির সম্মেলনের উদ্বোধন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে মেনন একথা বলেন।

সম্প্রতি বরিশালে ওয়ার্কার্স পার্টির জেলা শাখার সম্মেলনে বক্তৃতাকালে ১৪ দলের শরিক দলটির নেতা রাশেদ খান মেনন বলেন, ‘গত নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি।

’ তার এ বক্তব্যের ব্যাখ্যা চেয়ে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম একটি চিঠি দেন মেননকে। এতে বলা হয়, ‘আপনার এই অসত্য বক্তব্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং আপনার এই বক্তব্য ১৪ দলীয় জোটের নির্বাচন সংক্রান্ত ও বিশ্লেষণের সম্পূর্ণ বিপরীত। তাই, আপনার নির্বাচন সংক্রান্ত বক্তব্যেরও বিশ্লেষণ জানানোর জন্য অনুরোধ করছি। ’

এ বিষয়ে রাশেদ খান মেনন নারায়ণগঞ্জে সাংবাদিকদের কাছে দাবি করেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বক্তব্যের সবগুলো যদি উঠে আসতো তাহলে এই প্রশ্ন উঠতো না। ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলার সম্মেলনে আমার দেওয়া যে বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে, সেটি ছিল খণ্ডিত বক্তব্য। পুরো বক্তব্য প্রচার না করে আংশিক প্রচার করায় বিভ্রান্তি ও বিতর্ক সৃষ্টি হয়েছে। ’

চিঠির বিষয়ে তিনি বলেন, ১৪ দলের সমন্বয়কের সঙ্গে আমার কথা হয়েছে। আমার বক্তব্যের ব্যাপারে ব্যাখ্যা চেয়ে যে চিঠি দেওয়া হয়েছে, আমি তার সন্তোষজনক জবাব দেবো।

মেনন বলেন, ‘আমি কী জবাব দেবো, ইতোমধ্যে ঢাকায় সংবাদ সম্মেলন করে বলেছি। কোনো কথাই গোপন করে চলিনি। ১৪ দলের চিঠির জবাব কীভাবে দেওয়া হবে, সেটি পার্টির নেতাদের সঙ্গে বসে আলাপ-আলোচনা করে দেওয়া হবে। ’

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।