ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘ক্ষমতায় টিকে থাকতেই দেশের স্বার্থ বিসর্জন দিয়েছে’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
‘ক্ষমতায় টিকে থাকতেই দেশের স্বার্থ বিসর্জন দিয়েছে’ তিবাদী নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী/ছবি: জিএম মুজিবুর

ঢাকা: বাংলাদেশে যাদের ভোটের দরকার নেই, জনগণের কাছে যাওয়ার দরকার নেই তারা বাংলাদেশের জনগণের স্বার্থ কেন দেখবে? তারা সেই কাজটিই করেছে। জনগণের স্বার্থ বিসর্জন দিয়ে নিজেদের স্বার্থ পূরণ করেছে। তারা ক্ষমতায় টিকে থাকার জন্যই দেশের স্বার্থ বিসর্জন দিয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক প্রতিবাদী নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী একথা বলেন।

নেলসন ম্যান্ডেলাসহ বিশ্বের গণতান্ত্রিক নেতারা জেল থেকে এমনিতেই বের হননি উল্লেখ করে আমির খসরু বলেন, সংগ্রামের মাধ্যমে, একতার মাধ্যমে তারা বের হয়েছেন।

আমাদেরও সংগ্রাম করতে হবে।

তিনি বলেন, উনি নাগরিক হিসেবে চিকিৎসা পাবেন। বাংলাদেশের সংবিধান সে কথা বলেছে। সেটা নিয়ে রাজনীতি করার কোনো দরকার নেই। কেন সরকার এসব করছে। সরকার মিথ্যা মামলা দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য এসব কথা বলছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে সংবাদ সম্মেলন কেন করতে হবে মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশের মানুষের কাছে ওনাদের প্রেস কনফারেন্সের কোনো মূল্য নেই। এরা সবাই প্রধানমন্ত্রীর লোক। এদের ওপর দেশের মানুষের কোনো বিশ্বাসযোগ্যতা নেই।  

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি হুমায়ুন করিব বেপারি। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, সুকোমল বড়ুয়া, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপি নেতা ফরিদ উদ্দিন, শিরিন সুলতানা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৯
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।