ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ’লীগই পরিবেশ সম্পাদকের পদ সৃষ্টি করেছিল: তথ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
আ’লীগই পরিবেশ সম্পাদকের পদ সৃষ্টি করেছিল: তথ্যমন্ত্রী

ঢাকা: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগই প্রথম রাজনৈতিক দল, যারা পরিবেশ সম্পাদকের পদ সৃষ্টি করেছিল।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘কনফারেন্স অন এনভায়রনমেন্টাল সল্যুশনস ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট টুয়ার্ডস ডেভেলপড বাংলাদেশ’ (সিইএসএসডি ২০১৯)-এর সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে।

 

তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগই প্রথম রাজনৈতিক দল, যারা পরিবেশ সম্পাদকের পদ সৃষ্টি করেছিল। শুধু তাই নয়, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না, তখনও পরিবেশ সংরক্ষণ নিয়ে বহু সেমিনার সিম্পোজিয়াম করেছে এবং ‘ক্লাইমেট চেঞ্জ অ্যাকশন প্লান’ তৈরিতে ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন, উন্নত দেশগুলোর তুলনায় আমাদের দেশের কার্বন নিঃসরণ নগণ্য। সে কারণে বাংলাদেশ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের অসহায় শিকার। তা সত্ত্বেও নিজস্ব তহবিল গঠন করে বাংলাদেশ এ পরিবর্তনের অভিঘাত মোকাবিলা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এই ভূমিকার জন্য তিনি (প্রধানমন্ত্রী) পরিবেশ সংরক্ষণে জাতিসংঘ থেকে ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ পুরস্কারে ভূষিত হয়েছেন। এই বিরল সম্মান আমাদের পরিবেশ সংরক্ষণের কার্যক্রম আরও বেগবান করেছে।

পরিবেশ গবেষক ড. মো. আফতাব আলী শেখের সভাপতিত্বে সম্মেলনে আরও রাখেন- আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, চীনা পরিবেশবিদ ড. লুয়ান প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
এমএএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।