ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গোপন বৈঠককালে ব্রাহ্মণবাড়িয়ায় ২০ শিবির নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৯
গোপন বৈঠককালে ব্রাহ্মণবাড়িয়ায় ২০ শিবির নেতাকর্মী আটক

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় গোপন বৈঠককালে ২০ শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার (০১ ডিসেস্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের ভাদুঘর আলহেরা হাফিজিয়া মাদরাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জিহাদি বই, সিডি, লিফলেট, চাঁদার রশিদ, কর্মপরিকল্পনার ডায়েরি, পোস্টার ও কম্পিউটারের সিপিও উদ্ধার করা হয়।

আটকরা হলেন- কসবার আকসিনার গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে নুরুল আমিন (২৭), কসবার লফখা গ্রামের জসিমউদ্দিনের ছেলে জামিল উদ্দিন (২৫), আখাউড়া দেবগ্রামের মৃত আম মমিনের ছেলে সালমান পারভেজ (২১), নাসিরনগরে গোয়ালনগর গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে নাইমুল ইসলাম (২৮), আখাউড়ার ধর্মনগরের ওসমানগনির ছেলে শেখ সাদিক (২১),  বিজয়নগর ইসলামপুরের সিরাজুল ইসলামৈর ছেলে হাসান মাহমুদ (২১), নবীনগরের গোপালপুরের সাইদুর রহমানের ছেলে জহিরুল ইসলাম(২২), কসবার কৃষ্ণপুরের আব্দুর রহমানের ছেলে আম্মার হোসাইন (২০), বিজয়নগরের আদমপুরের আব্দুল ওয়াদুদের ছেলে আবু সাইদ (১৯), আখউার জিকুটিয়া গ্রামের মোতাহার হোসেনের ছেলে হায়দর (১৮), বিজয়নগরের ইসমলামপুরের শেখ ফরিদের ছেলে কাওসার হোসেন (২১), কুমিল্লার দেবীদ্বারের ফাতেহাবাদ গ্রামের আবুল খায়ের মহিবুল্লাহর ছেলে হাবিবুর রহমান (২০), ব্রাহ্মণবাড়িয়া সদরের দাতিয়ারা গ্রামের মৃত মোস্তাক খানের ছেলে মেনহাজ (১৮), বাঞ্ছারামপুরের বিষ্ণরামপুরের মৃত তুজু মিয়ার ছেলে শাহজালাল (২৭), বিজয়নগরের ইসলামপুরের আলী আজগরের ছেলে সাইফুল ইসলাম (২০), ব্রাহ্মণবাড়িয়া সদরের সুলতানপুরের আবুল খায়েরের ছেলে মাহমুদ (২০), বিজয়নগরের আমানপুরের বাবুল মিয়ার ছেলে জাকারিয়া (১৮), নবীনগরের লাউর ফতেপুর গ্রামের মৃত হুমায়ুন কবিরের ছেলে আলামিন (২২), নবীনগরের মাঝিকারা গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে জাহিদুল ইসলাম (২৪), নবীনগরের জল্লি গ্রামের বাবুল মিয়ার ছেলে সাহাবুদ্দিন (১৯)।

জেলা অতিরিক্তি পুলিশ সুপার আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, ১৬ ডিসেম্বরে বিজয় দিবসকে কেন্দ্র করে তারা নাশকতার পরিকল্পনা করছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে ওই মাদ্রাসার ভেতর থেকে তাদের আটক করা হয়েছে। এখন তল্লাশি চলছে। এ পর্যন্ত তাদের কাছ জিহাদি বই, সিডি, লিফলেট, চাঁদার রশিদ, কর্মপরিকল্পনার ডায়েরি, বিভিন্ন হিসাবের বই ও পোস্টার জব্দ করা হয়।  এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯ আপডেট: ১৫৩৩ ঘণ্টা
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।