ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

কালো পতাকা হাতে রাজপথে নামতে বাম গণতান্ত্রিক জোটের আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৯
কালো পতাকা হাতে রাজপথে নামতে বাম গণতান্ত্রিক জোটের আহ্বান

ঢাকা: দেশবাসীকে ৩০ ডিসেম্বর কালো পতাকা হাতে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পল্টনের মুক্তি ভবনে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা থেকে এ আহ্বান জানানো হয়।

জোট সমন্বয়ক আবদুল্লাহ ক্বাফী রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় উপস্থিত ছিলেন সিপিবি সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ইউসিএলবি’র সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য ফখরুদ্দীন কবীর আতিক, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য মনিরউদ্দিন পাপ্পু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহীদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক আন্দোলনের হামিদুল হক, সিপিবি’র সহকারী সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির লিয়াকত আলী।

সভায় জোটের নেতারা বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর এক নজিরবিহীন ভোট ডাকাতি এবং ভোট জালিয়াতির মধ্য দিয়ে গঠিত সংসদ ও সরকার এক বছর পার করেছে। ভোটের নামে এসব ছিল এক ধরনের ‘নির্বাচনী ক্যু’। নির্বাচনী ফলাফল ছিল পূর্বনির্ধারিত। তাই আগামী ৩০ ডিসেম্বর ‘কালো দিবসে’ দেশবাসীকে কালো পতাকা হাতে রাজপথে নেমে আসার আহ্বান জানানো হচ্ছে।

এদিকে ৩০ ডিসেম্বর জেলায় জেলায় কালো পতাকা হাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ এবং সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমবেত হয়ে কালো পতাকা হাতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
আরকেআর/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।