ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বিএনপির সমাবেশ সোমবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
বিএনপির সমাবেশ সোমবার

ঢাকা: একাদশ সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন ৩০ ডিসেম্বর রাজধানী ঢাকাসহ দেশজুড়ে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে বিএনপি।

রোববার (২৯ ডিসেম্বর) রাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ বাংলানিউজকে জানান, সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে বিএনপি মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীকে যথাসময়ে সমাবেশে যোগ দেওয়ার অনুরোধ জানান তিনি।

পুলিশের অনুমতি পেয়েছেন কিনা জানতে চাইলে বেলাল আহমেদ বলেন, অনুমতি দিলেও হবে না দিলেও সমাবেশ হবে।  

বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ বলেন, এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে অনুমতির বিষয়ে কিছু বলা হয়নি। তবে আমাদের সব প্রস্তুতি আছে। সমাবেশ হবেই। আমরা আশা করছি শেষ সময় পুলিশ অনুমতি দেবে।  

এর আগে রোববার দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, একাদশ নির্বাচনের বর্ষপূর্তির দিনে সারাদেশে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad