ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মেয়র আতিকুলের শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২০
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মেয়র আতিকুলের শ্রদ্ধা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মেয়র আতিকুলের শ্রদ্ধা।

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি এ শ্রদ্ধা জানান। এ তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক মান্নান কচি, যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিলসহ নেতাকর্মীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে নবনির্বাচিত মেয়র আতিকুল বলেন, এ স্বাধীনতা এদেশ বঙ্গবন্ধুর অবদান। এক সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন ছিল তার। আমরা সবাই মিলে সেই সোনার বাংলা গড়ে তুলবো। আর সেই সোনার বাংলার রাজধানী হবে সুস্থ, সচল ও আধুনিক ঢাকা। সবাইকে নিয়ে আমরা সেই ঢাকা গড়ে তুলবো।

প্রসঙ্গত, ডিএনসিসি নির্বাচনে মোট এক হাজার ৩১৮টি কেন্দ্রের সবকটির ঘোষিত ফলাফল অনুযায়ী, নৌকা প্রতীকের আতিকুল ইসলাম পেয়েছেন ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ২ লাখ ৬৪ হাজার ১৬১ ভোট।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
এসএইচএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।