ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আবেদন খারিজের চার ঘণ্টা পর জামিন পেলেন আউয়াল দম্পতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, মার্চ ৩, ২০২০
আবেদন খারিজের চার ঘণ্টা পর জামিন পেলেন আউয়াল দম্পতি

পিরোজপুর: অবশেষে দুদকের দায়ের করা মামলায় স্ত্রীসহ জামিন পেয়েছেন পিরোজপুর-১ (নাজিরপুর, পিরোজপুর সদর ও নেছারাবাদ) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল। 

মঙ্গলবার (৩ মার্চ) বিকেল ৪টায় সাবেক এমপি আউয়ালকে জামিন দেন জেলা দায়রা জজ (ভারপ্রাপ্ত) নাহিদ নাছরিন।  এর আগে একই দিন দুপুর ১২টার দিকে তিনি জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নানের আদালতে হাজির হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


 
জানা গেছে, এ আদেশের পর জেলা দায়রা জজ মো. আব্দুল মান্নান তার দায়িত্ব অতিরিক্ত জেলা দায়রা জজ নাহিদ নাছরিনকে বুঝিয়ে দেন।   পরে ভারপ্রাপ্ত দায়রা জজ নাহিদ নাছরিন তার ক্ষমতা বলে তিনি এ জামিন দেন।
 
জানা গেছে, এর আগে মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ১২টায় সাবেক এমপি আউয়াল ও তার স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী লায়লা পারভীনকে দুর্নীতির দায়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হলে এর  প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল হয়। শহরের দোকান-পাট সহ সব ধরনের যান চলাচল বন্ধসহ দলীয় নেতা-কর্মীরা আটকের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়।    

সাবেক এমপি আউয়াল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গত ৩০ ডিসেম্বর পৃথক ৩টি মামলা দায়ের হয়।  এর একটিতে তার স্ত্রী লায়লা পারভীনকে আসামি করা হয়।   ওই সব মামলায় তিনি ও তার স্ত্রী গত ৭  জানুয়ারি উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জন্য জামিন লাভ করেন।   

** স্ত্রীসহ আউয়ালকে কারাগারে পাঠানোর প্রতিবাদে বিক্ষোভ
** সাবেক এমপি আউয়াল স্ত্রীসহ কারাগারে
 

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।