বুধবার (৪ মার্চ) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটি অনুমোদন করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন-অ্যাডভোকেট মাহবুবুর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, অ্যাডভোকেট ফজলুল বারী তালুকদার বেলাল, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, মোরশেদ মিল্টন, এ কে এম আহসানুল হাবিব রাজা, মীর শাহ আলম, তৌহিদুল আলম মামুন, মাসুদুর রহমান হিরু মণ্ডল, অ্যাডভোকেট নুর এ আযম বাবু, এরফানুর রহমান রিন্টু।
প্রয়োজন মোতাবেক এ কমিটি এক বা একাধিক নেতাকে কমিটিতে কো-অপ্ট করতে পারবেন।
আগামী ২৯ মার্চ বগুড়া-১ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) আব্দুল মান্নানের মৃত্যুতে আসনটি শূন্য হয়।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
এমএইচ/আরআইএস/