ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মুজিববর্ষের সঙ্গে মোদীর বাংলাদেশে আসার সম্পর্ক নেই: ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, মার্চ ৪, ২০২০
মুজিববর্ষের সঙ্গে মোদীর বাংলাদেশে আসার সম্পর্ক নেই: ফখরুল

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উনি অনেক কথাই বলেন। উনি যে কথাগুলো বলেন আমরা সেগুলো খুব বেশি গুরুত্বের সঙ্গে নিতে চাই না। আর মুজিববর্ষের সঙ্গে নরেন্দ্র মোদীর বাংলাদেশে আসার কোনো সম্পর্ক নেই।

বুধবার (৪ মার্চ) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘এনআরসি নিয়ে ভারতে সম্প্রতি যে সহিংসতা হয়েছে সে বিষয়ে আমরা কথা বলেছি।

বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সেক্টর এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এ সময় তার (মোদীর) বাংলাদেশে আসা কতটুকু শোভনীয় আমরা সেই প্রশ্নই রেখেছি। ’

তিনি আরও বলেন, ‘আপনারা জানেন পিরোজপুর-১ আসনের সাবেক এমপি ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা থাকায় মঙ্গলবার আদালত তাদের জামিন দেননি। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি। আদালত তাদের জামিন না দেওয়ায় তখনই সেখানে একটা অপ্রীতিকর অবস্থার সৃষ্টি করা হয়েছে। কয়েক ঘণ্টা পরই তাকে জামিন দিতে বাধ্য করা হয়েছে। আমরা যে কথাটা সব সময় বলে আসছি, বিচার বিভাগ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে সরকার। এটাই তার প্রমাণ। ’

মঙ্গলবার (০৩ মার্চ) পিরোজপুর জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নানের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় পিরোজপুর-১ (নাজিরপুর, পিরোজপুর সদর ও নেছারাবাদ) আসনের সাবেক এমপি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল ও তার স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী লায়লা পারভীনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরপর আইন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে স্ট্যান্ড রিলিজ এবং পিরোজপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ নাহিদ নাছরিনকে ভারপ্রাপ্ত বিচারকের দায়িত্ব দেওয়া হয়।

নাহিদ নাছরিন এ দায়িত্ব পাওয়ার পর আউয়ালের পক্ষের আইনজীবী দেলোয়ার হোসেন পুনরায় আউয়াল দম্পতির জামিন পুনঃবিবেচনার জন্য আবেদন করেন। এ পরিপ্রেক্ষিতে ওইদিনই আউয়াল দম্পতিকে নিজের ক্ষমতাবলে জামিন দেন নাহিদ নাছরিন।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।