ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

করোনা মোকা‌বিলায় সরকারের প্রস্তু‌তি যথেষ্ট নয়: সরোয়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
করোনা মোকা‌বিলায় সরকারের প্রস্তু‌তি যথেষ্ট নয়: সরোয়ার

বরিশাল: করোনা ভাইরাস মোকা‌বিলায় সরকা‌রের প্রস্তু‌তি যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগরের সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। 

সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে নগরের সদর রোডে দলীয় কার্যালয় চত্বর থেকে করোনা ভাইরাস সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে সাংবা‌দিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সরোয়ার বলেন, সরকারের করোনা ভাইরাস পরীক্ষার মে‌শিনপত্রগুলো বি‌ভিন্ন স্থানে অচল।

দেশের বি‌ভিন্ন স্থান থেকে প্রবাসীরা যারা ফিরে আসছেন তাদের পরীক্ষা-নিরীক্ষাও স‌ঠিকভাবে হচ্ছে না বলেও অ‌ভিযোগ করেন তি‌নি। এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ দ্রুত গ্রহণের আহ্বান জানান তি‌নি।  

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব‌রিশালে মহানগর বিএন‌পি করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করে।

এ সময় মহানগর বিএন‌পির সাধারণ সম্পাদক জিয়া উ‌দ্দিন সিকদার, সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তা‌রিন উপ‌স্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।