বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে রাজধানীর মালিবাগ মোড়ে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণের পূর্বে এসব কথা বলেন রিজভী।
বিএনপির এ যুগ্ম-মহাসচিব বলেন, করোনা প্রতিরোধে গৃহীত ব্যবস্থা নেই বললেই চলে।
‘অনেকে বিদেশ থেকে এসেছেন। তাদের বলা হচ্ছে হোম কোয়ারেন্টিনে থাকার জন্য। গ্রামে-গঞ্জে অনেকে বের হচ্ছেন কিন্তু তাদের বুঝাতে হবে যে, আপনাদের বাড়িতে থাকতে হবে। আমরা দেখি সরকার সেই ব্যবস্থা না নিয়ে নির্যাতন করছেন। এমনকি অর্থদণ্ড দিচ্ছেন। যাদের সন্দেহ করা হচ্ছে যাদের মধ্যে উপসর্গ আছে অথবা নেই, যারা বিদেশ থেকে ফিরেছেন তারা ঘুরে বেড়ালে তাদের অর্থদণ্ড দিচ্ছেন। তার মানে গৃহীত ব্যবস্থা তেমন নেই, সরকার পদক্ষেপও নিচ্ছেন না। করোনা মোকাবিলা করার কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়। ’
এসময় স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, কেন্দ্রীয় নেতা সরদার নুরুজ্জামান, আকতারুজ্জামান বাচ্চুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
এমএইচ/এইচএডি