সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে এ দাবি জানান।
নেতারা বিবৃতিতে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম, পঞ্চগড়ের সব চা বাগানে চলমান করোনা মহাবিপর্যয় মোকাবিলায় মজুরি ও রেশনসহ কমপক্ষে একুশ দিনের ছুটি ঘোষণা দেওয়ার জন্য বাগান মালিক, চা বোর্ড ও সরকারের কাছে দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, চলমান বিশ্বব্যাপী করোনা মহাবিপর্যয়কালে চা শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের কর্তব্য। জন্ম থেকেই তীব্র অপুষ্টিতে ভোগা চা শ্রমিকদের দলবদ্ধ কাজের ক্ষেত্র কিংবা অস্বাস্থ্যকর শ্রমিক লাইনে ৭৫০ গজের আধকাঁচা বাসায় একইসঙ্গে যৌথ পরিবার ও গৃহপালিত প্রাণীদের বসবাসের জায়গায় করোনা বিধ্বংসী রূপ ধারণ করতে পারে। তাই অবিলম্বে দেশের সব চা শ্রমিককে মজুরি ও রেশনসহ ন্যূনতম ২১ দিনের ছুটি প্রদানসহ সব চা বাগানে করোনা মোকাবিলায় পর্যাপ্ত চিকিৎসা ও আর্থিক সহায়তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
বাংলাদেশ সময়: ০১০৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০২০
আরকেআর/এইচএডি/