মঙ্গলবার (৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।
শোক বার্তায় জি এম কাদের মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
জাপা চেয়ারম্যান বলেন, মরহুম এম এ জব্বার ছিলেন গণমানুষের অনুরাগে সিক্ত একজন নেতা। তার মৃত্যুতে জাপার স্থানীয় নেতারা একজন অভিভাবক হারালো। জব্বার বেঁচে থাকবেন তার কর্ম ও উন্নয়নের মধ্যে।
এদিকে জব্বারের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাপার মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।
মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এম এ জব্বার মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ৭৬ বছর বয়সী জব্বার মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, ভক্ত ও অনুরাগী রেখে গেছেন।
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২০
এসএমএকে/আরবি/