মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে অনলাইন ব্রিফিংয়ে তিনি এ প্রস্তাব দেন।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ত্রাণ যাতে বেশি মানুষের কাছে পৌঁছে সেজন্য তালিকা সম্প্রসারণ করতে হবে।
তিনি বলেন, করোনা ভাইরাস থেকে মানুষকে যেমন বাঁচানো আমাদের দায়িত্ব তেমনি ভাবে না খেয়ে যাতে কেউ না মরে সেটার দায়িত্ব প্রথমে সরকারের পরে সবার।
বিএনপির স্থায়ী কমিটি সদস্য মোশাররফ বলেন, যেভাবে সরকার খাদ্যসামগ্রী বিতরণ করছে –এটা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে সেখানে চাল চুরির হিড়িক লেগেছে। কারা করছেন? চেয়ারম্যান-মেম্বার-উপজেলা চেয়ারম্যানরা। তারা কারা? তারা আওয়ামী লীগের নেতাকর্মী।
তিনি বলেন, আমি আগেও বলেছিলাম, যত টেস্ট করা যাবে আমাদের দেশে রোগীর সংখ্যা ও আক্রান্তের সংখ্যা ততই বেশি পাওয়া যাবে। আমরা এটা অবহেলা করায় আসলে অনেক ক্ষতি হয়ে গেছে। যে ব্যক্তিটি চিহ্নিত ছিল সে কিন্তু অনেকে সংক্রামিত করে ফেলেছেন। বর্তমান প্রেক্ষাপটে আমি বলতে চাই, পত্র-পত্রিকার খবরে বলা হচ্ছে যে, আমাদের বর্তমানে টেস্ট করার সক্ষমতা ৫ হাজার জনকে। আমরা কিন্তু তাও করছি না। এ ব্যাপারে সরকার কোনো ব্যাখ্যাও দিচ্ছে না। আমি আবারো প্রত্যাশা করবো যাতে করোনার নমুনা পরীক্ষা আরো বেশি সম্প্রসারিত করা হয়। তাহলে দেখা যাবে প্রকৃতপক্ষে আক্রান্তের সংখ্যা কত এবং কত জন মৃত্যুবরণ করেছে।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২০
এমএইচ/আরআইএস/