শনিবার (২৫ এপ্রিল) সংগঠন দুটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতি দানকারী নেতারা হলেন, জাতীয় কৃষক সমিতির সভাপতি মাহমুদুল হাসান মানিক ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ এবং বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল হক নীলু ও সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু।
তারা বিবৃতিতে বলেন, কোভিড-১৯ বাংলাদেশেও ব্যাপক আকার ধারণ করেছে। আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ফলে মানুষ খেত-খামারে কাজ করতে চাচ্ছেন না। এমতাবস্থায় কৃষি নির্ভর বাংলাদেশে এই দুর্যোগের মধ্যে যদি বোরো ও হাওরের ধান ঠিকমতো কাটা না যায় তাহলে ভয়ঙ্কর খাদ্যাভাবে বাংলাদেশ পতিত হবে। জাতীয় কৃষক সমিতি ও বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের নেতারা কিছু এলাকায় স্বেচ্ছাসেবক টিম গড়ে তুলছেন, ধান কাটতেও সহযোগিতা করেছেন। ধান মাড়াই, রক্ষণাবক্ষেণ ও বাজারজাত করণের ক্ষেত্রেও তাদের ভূমিকা রাখতে হবে।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
আরকেআর/এইচএডি