মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার জহুরুল নগর এলাকায় মাহী ছাত্রাবাসে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এসময় তার দুই সহযোগীও গুরুতর আহত হয়েছেন।
নিহত ফিরোজ বগুড়া সদর উপজেলার চকসুত্রাপুর এলাকার ফজলার রহমানের ছেলে ও ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার আগ মুহূর্তে জহুরুল নগর এলাকায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ফিরোজ মাহী ছাত্রাবাসে আশ্রয় নিলে দুর্বৃত্তরা সেখানে ঢুকে রামদা দিয়ে কুপিয়ে চলে যায়। তখন ফিরোজকে উদ্ধার করতে গেলে তার দুই সহযোগী মশিউর রহমান মামুন ও এমরানকেও কুপিয়ে আহত করা হয়।
পরে তিনজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক ফিরোজকে মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বাংলানিউজকে বলেন, কী কারণে খুনের ঘটনা ঘটলো, তা জানা যায়নি এখনও। তবে ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।
তিনি বলেন, আহত দুইজনের অবস্থাও আশঙ্কাজনক। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মে ২৬, ২০২০
টিএ