বুধবার (২৭ মে) বিকেলে উপজেলার কালাপাহাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আইয়ুব।
প্রত্যক্ষদর্শী একজন জানান, এখনো থেমে থেমে সংঘর্ষ চলছে, মরদেহ পড়ে রয়েছে ঘটনাস্থলে। এ ঘটনায় ইতোমধ্যে ১২ জন আহত হয়েছেন। এসময় ঘরবাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
নিহত আইয়ুবের বয়স ১৫, সে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও জালালউদ্দিনের ছেলে।
জানা যায়, উপজেলার কালাপাহাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক মেম্বার হক সাহেব ও কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম গ্রুপের মধ্যে দুপুরের পরেই সংঘর্ষ শুরু হয়। এতে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় উভয় পক্ষের মধ্যে পড়ে আইয়ুব মারা যায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, স্থানীয় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে রয়েছে, আমরা অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে যাচ্ছি।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, মে ২৭, ২০২০
এইচএডি/