মঙ্গলবার (২ জুন) দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে ভিডিও প্রেস কনফারেন্সে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘সোমবার (১ জুন) থেকে সরকারের শর্তসাপেক্ষে গণপরিবহন চালুর কথা থাকলেও সেটি কোনোক্রমেই বাস্তবায়িত হয়নি।
তিনি বলেন, ‘বাসে ৬০ শতাংশ ভাড়া নেয়ার কথা থাকলেও কোথাও কোথাও ৮০ শতাংশ অথবা এর চেয়েও বেশি ভাড়া আদায় করা হচ্ছে। লঞ্চে সামাজিক দূরত্ব বজায় রাখা দূরে থাক, সেখানে মানুষের উপচে পড়া ভিড়। আসলে সরকার সিন্ডিকেটের কাছেই আত্মসমর্পণ করেছে। এগুলো সরকারের সীমাহীন ব্যর্থতারই নিদর্শন। সরকার শুধুমাত্র বিরোধীদল ও মত নিষ্পেষণ ও নির্যাতনে সক্ষমতা অর্জন করেছে কিন্তু দুর্যোগ, মহামারি, দুর্ভিক্ষ এবং জনসাধারণের জীবন ও সম্পদের নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। ’
রিজভী বলেন, ‘বাংলাদেশে করোনা ভাইরাস ভয়ঙ্কর রাক্ষুসী চেহারায় আবির্ভূত হয়েছে। করোনা রোগীদের মধ্যে সুস্থ হয়ে ওঠার হার বিশ্বের মধ্যে সবচেয়ে কম বাংলাদেশে। যেখানে ইরান, ইতালি ও স্পেনে সর্বোচ্চ পর্যায়ে। এর মধ্যে জার্মানিতে সুস্থ হয়ে ওঠার হার ৯০ শতাংশ এবং ভারত ও পাকিস্তানে বাংলাদেশের দ্বিগুণ। অথচ বাংলাদেশে সুস্থ হয়ে ওঠার হার সর্বনিম্ন হওয়ার পরও তা বিবেচনায় না নিয়ে সবকিছু খুলে দেওয়া হয়েছে কার স্বার্থে? সারা দেশ কি সরকার গোরস্থান বানাতে চায়?’
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জুন ০২, ২০২০
এমএইচ/এফএম