ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কবিরহাটে করোনা উপসর্গ নিয়ে ইউনিয়ন আ’লীগ নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জুন ১৫, ২০২০
কবিরহাটে করোনা উপসর্গ নিয়ে ইউনিয়ন আ’লীগ নেতার মৃত্যু

নোয়াখালী: করোনা উপসর্গ নিয়ে নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আফসার রতন (৪৫) মারা গেছেন। 

সোমবার (১৫ জুন) দুপুরের দিকে নোয়াখালী সদর হাসপাতালে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

রতন নরোত্তমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাদুল্লাপুর গ্রামের নুরুল হকের ছেলে।

 

নোয়াখালী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বাংলানিউজকে বলেন, গত ১২ জুন নুরুল আফসার রতনের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। তবে এখনো ওই ফলাফল পাওয়া যায়নি। গত ১৫ দিন ধরে জ্বর, শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। রোববার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জুন ১৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।