বুধবার (৮ জুলাই) দিনগত রাতে তিনি মারা যান।
আনিছুজ্জামান মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের উপাদী গ্রামের বাসিন্দা।
মতলব দক্ষিণ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. রোকনুজ্জামান রোকন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানা, বুধবার দিনগত রাতে আনিছুজ্জামানের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
জানা গেছে, করোনা পরীক্ষার জন্য আনিছুজ্জামান মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিলে গত ২৭ জুন ফলাফল পজিটিভ আসে। এরপর তিনি উপজেলা হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।
আনিছুজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন মতলব দক্ষিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মরহুমের দাফন ও নামাজে জানাজা স্বাস্থ্যবিধি মেনে মতলব পৌরসভা এলাকার ভাটিরগাঁও গণকবরস্থানে তাকে দাফন করা হবে।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জুলাই ০৯, ২০২০
এসআরএস