শুক্রবার (১০ জুলাই) রাত পৌনে ৮টার দিকে তাকে নিয়ে হেলিকপ্টারটি উড্ডয়ন করে। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) তাকে ভর্তি করা হবে বলে জানা গেছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক সুজাউদ্দিন তালুকদার বাংলানিউজকে জানান, সকালে আতাউর রহমান খান অসুস্থ হয়ে পরার পর তার পরীক্ষা-নিরীক্ষা করা হয়। আতাউর খানের হৃদরোগ, রক্তে লবনাক্ততা কমে যাওয়া, পেটের পীড়াসহ নানা জটিলতা দেখা যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।
টাঙ্গাইল পুলিশ সুপার (ডিসি) সঞ্জিত কুমার রায় বাংলানিউজকে জানান, ঢাকা থেকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার রাত পৌনে ৮টার দিকে এমপি আতাউর রহমান খানকে নিয়ে যায়। তাকে ঢাকার সিএমএইচ হাসপাতালে নেওয়া হবে।
সোনালী ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক আতাউর রহমান খান ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুলাই ১০, ২০২০
এসআরএস