ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

১৬ জুলাই গণতন্ত্র অবরুদ্ধ দিবস: পরিবহন শ্রমিক লীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০২০
১৬ জুলাই গণতন্ত্র অবরুদ্ধ দিবস: পরিবহন শ্রমিক লীগ

ঢাকা: ১৬ জুলাই গণতন্ত্র অবরুদ্ধ দিবস হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ হানিফ (খোকন) ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব মো. ইনসুর আলী সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা উল্লেখ করেন।  

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস।

বাংলাদেশ আওয়ামী লীগ এ দিনটিকে গণতন্ত্র অবরুদ্ধ দিবস হিসেবে পালন করে থাকে। ২০০৭ সালের এই দিন তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগ সভানেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার ধানমন্ডির বাসভবন সুধা সদন থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের আগে শেখ হাসিনার নামে একাধিক মামলা দেওয়া হয়।  

নেতৃবৃন্দ আরও বলেন, জননেত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে অবরুদ্ধ করে রাখার চেষ্টা চালানো হয়। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দের আন্দোলনের মুখে দীর্ঘ প্রায় ১১ মাস পর ২০০৮ সালের ১১ জুন শেখ হাসিনাকে কারাগার থেকে মুক্তি দিতে বাধ্য হয় সেনা-সমর্থীত সরকার। শেখ হাসিনার কারামুক্তির মাধ্যমে বাংলাদেশ পুনরায় গণতন্ত্র ফিরে পায়।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০২০
আরকেআর/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।