ঢাকা: স্বাস্থ্যখাতে লুটপাট-দুর্নীতি, করোনাকালে মানুষের জীবন নিয়ে ব্যবসার ঘৃণ্য তৎপরতার বিরুদ্ধে রোববার (২৬ জুলাই) দেশব্যাপী ‘ধিক্কার দিবস’ পালন করবে কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
শনিবার (২৫ জুলাই) বিকেলে সিপিবির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৬ জুলাই) সিপিবি দেশব্যাপী ‘ধিক্কার দিবস’ পালন করবে। অথর্ব স্বাস্থ্যমন্ত্রী, দুর্নীতিবাজ আমলাদের অপসারণ, স্বাস্থ্য অধিদপ্তরের লুটেরা ঠিকাদারদের অবিলম্বে গ্রেপ্তার, স্বাস্থ্যখাতে লুটপাট-দুর্নীতি কঠোরভাবে বন্ধের দাবিতে সারাদেশে এই কর্মসূচি পালন করা হবে।
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে ‘ধিক্কার দিবসে’র কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
‘ধিক্কার দিবসে’ সিপিবির কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০২০
আরকেআর/এইচএডি