ঢাকা: নির্বাচন কমিশনে (ইসি) সাক্ষাৎ করতে বুধবার (২৯ জুলাই) নির্বাচন ভবনে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ।
ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান বিষয়টি বাংলানিউজকে জানান।
রাজনৈতিক দল নিবন্ধন আইন-২০২০ নামে নতুন একটি আইন প্রণয়নে হাত দিয়েছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে দলগুলোকে মতামত দিতে গত ৭ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। তবে আওয়ামী লীগ সময় চাইলে সেটা ৩১ জুলাই পর্যন্ত বাড়ায় ইসি।
আসাদুজ্জামান জানান, বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া দলগুলোকে প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হয়। সে বিষয়টি নিয়েও আলোচনা করতে পারে দলটি।
নতুন দল নিবন্ধন আইনের খসড়ায় বেশকিছু শর্ত কঠোর ও কোনোটা শিথিল করার প্রস্তাব করা হয়েছে। এ নিয়েই মতামত চেয়েছে ইসি।
ইতোমধ্যে নাগরিক সমাজসহ অনেকে মতামত পাঠিয়েছে। তবে বড় দলগুলো সাড়া দেয়নি। বিএনপি করোনাকালে নতুন আইন প্রণয়নের কাজ স্থগিত রাখার দাবি তুলেছে।
এদিকে জাতীয়য় পার্টি ছাড়া অন্য কোনো দল আয়-ব্যয়ের হিসাবও জমা দেয়নি।
বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, জুলাই ২৮, ২০২০
ইইউডি/এএ