খুলনা: খুলনা-৬ থেকে তিনবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মো. নুরুল হক আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২৯ জুলাই) দুপুর ২ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নুরুল হকের বড় ছেলে শেখ মনিরুল হক বাংলানিউজকে বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শেখ মনিরুল হক জানান, বৃহস্পতিবার ঢাকা থেকে তার মরদেহ নিজ বাড়ি পাইকগাছায় আনা হবে। সেখানে জানাজা শেষে দাফন সম্পন্ন হবে। বাবা ৯ জুলাই কারোনা আক্রান্ত হন এবং ২৩ জুলাই করোনা মুক্ত হন।
পারিবারিক সূত্র জানা যায়, তিনি গত ৯ জুলাই করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরে ১০ জুলাই সন্ধ্যায় খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন। অবস্থা সঙ্কটাপন্ন হলে ১২ জুলাই তাকে ঢাকা স্থানান্তর করেন চিকিৎসকরা। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ জুলাই তার নমুনায় করোনা নেগেটিভ এসেছিল। তবে শারিরীক অবস্থান সঙ্কটাপন্ন হওয়ায় তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
দলীয় সূত্রে জানা যায়, নুরুল হক খুলনা-৬ থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ২৯, ২০২০
এমআরএম/ওএইচ/