ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

করোনাকালে বিএনপি নেতারা ঘরে বসে টিভিতে মুখ দেখাচ্ছেন: তথ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, জুলাই ২৯, ২০২০
করোনাকালে বিএনপি নেতারা ঘরে বসে টিভিতে মুখ দেখাচ্ছেন: তথ্যমন্ত্রী যশোর সার্কিট হাউজে চেক বিতরণ অনুষ্ঠানে হাছান মাহমুদ

যশোর: আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এই করোনাকালে আওয়ামী লীগ নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়াতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন, কেউ ঘরে বসে নেই, আওয়ামী লীগের নেতা, এমপি-মন্ত্রীরা মারা গেছেন। অন্যদিকে বিএনপি নেতারা ঘরে বসে টেলিভিশনে উঁকি মেরে মুখ দেখাচ্ছেন।

তারা মানুষের পাশে নেই।  

বুধবার (২৯ জুলাই) দুপুরে যশোর সার্কিট হাউজে খুলনা বিভাগের সাংবাদিকদের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বর্তমান সরকার সাংবাদিকদের জন্য নানাভাবে কাজ করছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছেন। তাদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। যারা সরকারের প্রশংসা করে, শুধু তারা নয়, সমালোচক সাংবাদিকদেরকেও সহায়তা দেওয়া হচ্ছে। এ ধরনের সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে। আশপাশের দেশ- ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকাও এভাবে সাংবাদিকদের পাশে দাঁড়ায়নি। কেবলমাত্র ভারতে কোনো সাংবাদিক মারা গেলে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন প্রমুখ।

যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মনোতোষ বসু, যুগ্ম মহাসচিব সাকিরুল কবীর রিটন প্রমুখ।

অনুষ্ঠানে হাছান মাহমুদ খুলনা বিভাগের ৯ জেলার সাংবাদিক নেতাদের হাতে ৩৩৮ সাংবাদিকের জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তা চেক হস্তান্তর করেন। এর মধ্যে যশোরের ৪৮ জন, খুলনার ১১৪ জন, মাগুরার ২৭ জন, মেহেরপুরের ২৫ জন, সাতক্ষীরার ৩৪ জন, চুয়াডাঙ্গার ২৮ জন, ঝিনাইদহের ২৯ জন, নড়াইলের ২৭ জন ও বাগেরহাটের ৬ জন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ২৯ জুলাই, ২০২০ 
ইউজি/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।