ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নৌকা ডুবে ১৮ জনের মৃত্যুতে জাপা চেয়ারম্যানের শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, আগস্ট ৬, ২০২০
নৌকা ডুবে ১৮ জনের মৃত্যুতে জাপা চেয়ারম্যানের শোক জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের/ ফাইল ছবি

ঢাকা: নেত্রকোনার মদন উপজেলার উচিতপুরের হাওরে বেড়াতে গিয়ে নৌকা ডুবে মাদ্রাসাছাত্রসহ ১৮ জনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

বৃহস্পতিবার (৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় শোক প্রকাশ করেন তিনি।

শোকবার্তায় মৃত ছাত্রদের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

শোকবার্তায় জিএম কাদের বলেন, বেড়াতে গিয়ে নৌকাডুবিতে এমন প্রাণহানি মেনে নেওয়া যায় না। উচিতপুর হাওর এলাকাটি বর্তমানে পর্যটনের জন্য বেশ আকর্ষণীয় হয়ে উঠছে, তাই নৌ দুর্ঘটনা রোধে স্থানীয় প্রশাসনকে আরও আন্তরিক হতে হবে।

হাওর এলাকায় পর্যটকদের নৌ-ভ্রমণ সুশৃঙ্খল করতে সংশ্লিষ্টদের পরিকল্পিত উদ্যোগ নেওয়ার আহবান জানান তিনি।

তাছাড়া, এ ১৮ জনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২০
এসএমএকে/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।