ঢাকা: ঢাকার দোহারে বন্যাদুর্গতদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী বিতরণ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ। সহস্রাধিক বন্যাকবলিত পরিবারকে এ সহায়তা দেওয়া হয়।
শুক্রবার (৭ আগস্ট) দোহারে ত্রাণসহায়তা বিতরণের সময় যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, জনগণের কল্যাণের জন্য বিএনপির জন্ম হয়নি। অগণতান্ত্রিক পথে ক্ষমতা দখলের জন্যই দলটির জন্ম হয়েছে। নিজেদের ভাগ্য বদলাতে দুর্নীতি করেছে। কখনও জনগণের কল্যাণে কাজ করেনি।
যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত দুর্নীতি আর ধান্ধাবাজ। ধান্ধাবাজির রাজনীতির কারণে জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। করোনা ও বন্যায় কোথাও ত্রাণসহায়তা দেয়নি। উল্টো দুযোর্গে অসহায় হয়ে পড়া মানুষের অসহায়ত্ব নিয়ে নেতিবাচক রাজনীতি করছে।
এসময় ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান, দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, ঢাকা জেলা যুবলীগের সভাপতি শফিউল আজম খান বারকু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, দোহার উপজেলা যুবলীগের সভাপতি আলমাস উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আখন্দসহ কেন্দ্রীয় যুবলীগের নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২০
এসকে/ওএইচ/