ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

এমপি রুমিন ফারহানা করোনায় আক্রান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, আগস্ট ১২, ২০২০
এমপি রুমিন ফারহানা করোনায় আক্রান্ত রুমিন ফারহানা

ঢাকা: বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সংরক্ষিত নারী আসনের এমপি রুমিন ফারহানা করোনা আক্রান্ত হয়েছেন।

বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে তিনি নিজেই তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এ তথ্য জানিয়েছেন।

ফেসবুক টাইমলাইনে রুমিন লিখেছেন, আমার করোনা পজিটিভ, দোয়া করবেন।

২০১৯ সালের ২৮মে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংরক্ষিত নারী আসন-৫০ এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন রুমিন ফারহানা।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে বলেন, কয়েকদিন ধরে তিনি অসুস্থ। বাসায় থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন। তবে আগের চেয়ে এখন ভালো।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০২০
এমএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।