ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হত্যা মামলায় লালমনিরহাটে শিবির নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২০
হত্যা মামলায় লালমনিরহাটে শিবির নেতা কারাগারে

লালমনিরহাট: লালমনিরহাটে রাজনৈতিক সহিংসতায় একটি হত্যা মামলায় আবু তাহের (৪৮) নামে এক আইনজীবী সাবেক শিবির নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন লালমনিরহাট জেলা ও দায়রা জজ মিজানুর রহমান।

আইনজীবী আবু তাহের পাটগ্রাম উপজেলার জোংরা এলাকার আব্দুল করিমের ছেলে। তিনি ঢাকা বারের সাবেক ও লালমনিরহাট বার অ্যাসোসিয়নের বর্তমান সদস্য ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা।

লালমনিরহাট আদালত পুলিশ পরিদর্শক (ওসি) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, ২০১৩ সালে রাজনৈতিক সহিংসতায় মিন্টু মিয়া নামে আওয়ামী পরিবারের এক সদস্য নিহত হন। এ ঘটনায় পাটগ্রাম থানায় ২০১৩ সালের ২৩ ডিসেম্বর একটি হত্যা মামলা হয়। ওই মামলায় ৮৩ নম্বর এজাহার নামীয় আসামি আবু তাহের আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মিজানুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তাকে কঠোর  নিরাপত্তা মধ্য দিয়ে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।