ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নেতা হওয়ার আগে ভালো সংগঠক হতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২০
নেতা হওয়ার আগে ভালো সংগঠক হতে হবে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান (ফাইল ফটো)

জামালপুর: তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেন, নেতা হওয়ার আগে ভালো সংগঠক হতে হবে, ভালো কৌশলী হতে হবে এবং জনগনের আস্থা অর্জন করতে হবে।  
শনিবার (১২ সেপ্টেম্বর) সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশেষ এক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের অতীতের দুঃশাসন ভুলে গেলে চলবে না। তারা দেশকে অধপতনে নিয়ে গিয়েছিল। সেই দেশকে সব দিক দিয়ে সমৃদ্ধ করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদের সঞ্চালনায় সভায় উপজেলা আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখেন।

সভায় উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ০৬২৫ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২০
এসই/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।