বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় কৃষক লীগ নেতার স্ত্রী সাবিনা খাতুনকে (৩৫) কুপিয়ে জখমের অভিযোগে উপজেলা বিএনপি নেতা আল-মাহমুদসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে আটক পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটক বাকি চারজন হলেন- আল-মাহমুদের ছেলে জাকির হোসেন (২৬), জাহিদুল ইসলাম (৩৫), আব্দুর রশিদ (৪২) ও আল-আমিন (৫০)।
মামলা সূত্রে জানা যায়, ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ধেরুয়াহাটি গ্রামের নাছির উদ্দিন সরকারের সঙ্গে মথুরাপুর ইউনিয়ন বিএনপির সদস্য একই গ্রামের আল-মাহমুদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বিরোধের জেরে আল-মাহমুদ ও তার লোকজন শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে কৃষক লীগ নেতা নাছিরের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে স্বর্ণালঙ্কার ও নগদ ৬৫ হাজার টাকা ছিনিয়ে নেন। এ সময় নাছিরের স্ত্রী সাবিনাকে কুপিয়ে জখম ও তার মেয়েকে শ্লীলতাহানি করেন হামলাকারীরা। আহত সাবিনা ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এ ঘটনায় আহত সাবিনার স্বামী কৃষক লীগ নেতা নাছির বাদী হয়ে শনিবার রাতেই ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় বিএনপি নেতা আল-মাহমুদসহ সাত জনকে আসামি করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বাংলানিউজকে জানান, এ ঘটনায় শনিবার রাতে থানায় একটি মামলা হয়েছে। মামলার পাঁচ আসামিকে আটক করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বাকিদের আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২০
কেইউএ/আরআইএস