ঢাকা: গণফোরামের একটি অংশের নেতারা আগামী ২৬ ডিসেম্বর দলের কাউন্সিল ডেকেছেন। একই সঙ্গে তারা দলের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়াসহ চারজনকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে বিদ্রোহী গ্রুপের বর্ধিত সভার পরে সাংবাদিকদের এ কথা জানানো হয়।
এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, সাবেক নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ ও অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।
অধ্যাপক আবু সাইয়িদ বলেন, গণফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্যদের সিদ্ধান্তক্রমে আগামী ২৬ ডিসেম্বর ঢাকায় দলের কাউন্সিল হবে। আমরা আশা করছি ড. কামাল হোসেন আমাদের কাউন্সিলে যোগ দেবেন।
তিনি আরও বলেন, দলের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়াসহ আরও তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
দলের ৫২ জেলার ২৮৩ জন নেতা বিদ্রোহী গ্রুপের বর্ধিত সভায় যোগ দিয়েছেন বলে জানান অধ্যাপক আবু সাইয়িদ।
জানতে চাইলে গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বাংলানিউজকে বলেন, এ ধরনের বর্ধিত সভা ডাকার কোনো এখতিয়ার তাদের নেই। দলের সভা একমাত্র সাধারণ সম্পাদক ডাকতে পারেন।
শনিবার বিদ্রোহী গ্রুপের বর্ধিত এই সভার গণফোরাম দুটি ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
এমএইচ/এমজেএফ