ফেনী: ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিক্ষোভ মিছিলটি শহরের ট্রাংক রোডে আদালতের সামনের সড়ক থেকে শুরু হয়ে শান্তি কোম্পানী রোডে গিয়ে শেষ হয়।
এমসি কলেজে ছাত্রলীগ নেতা-কর্মীদের দ্বারা স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ এবং খাগড়াছড়িতে মানসিক ভারসাম্যহীন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীকে গণধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ বিক্ষোভ মিছিল করেছে তারা।
ছাত্রদলের জেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন মিছিলে নেতৃত্ব দেন।
মিছিলে সহ-সভাপতি আব্বাস পাটোয়ারি, ইমরান হায়দার মান্না, যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত আলী জুয়েল পাটোয়ারি, রশিদ আহম্মদ মজুমদার, সাইফুল ইসলাম জিকু, তাজুল ইসলাম পাভেল, রাজন মজুমদার, সহ-সাংগঠনিক সম্পাদক হামিদ বেগ, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সুমন, ধর্ম সম্পাদক রিয়াদ মজুমদার, গণশিক্ষা সম্পাদক জাবেদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
এসএইচডি/এইচএডি/