ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ধর্ষণের প্রতিবাদে নারী ও শিশু অধিকার ফোরামের কর্মসূচি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২০
ধর্ষণের প্রতিবাদে নারী ও শিশু অধিকার ফোরামের কর্মসূচি ...

ঢাকা: সিলেটের এমসি কলেজে ধর্ষণ, নোয়াখালীর বেগমগঞ্জে নারীর শ্লীলতাহানিসহ দেশব্যাপী নারী ও শিশুর ওপর নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে নারী ও শিশু অধিকার ফোরাম তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকেলে নয়াপল্টনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ব্যক্তিগত কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নারী ও শিশু অধিকার ফোরামের আহবায়ক সেলিমা রহমান এ কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত কর্মসূচি হলো—
আগামী ৮ অক্টোবর বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান। ১০ অক্টোবর সারা দেশে জেলায় জেলায় মানববন্ধন এবং ১১ অক্টোবর সারা দেশে জেলায় জেলায় আদালত প্রাঙ্গণে সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব নিপুণ রায় চৌধুরী, বিএনপি নেতা মীর সরাফত আলী সপু, মোস্তাফিজুর রহমান বাবুল, ডা. রফিকুল ইসলাম, বিলকিস ইসলাম, আরিফা সুলতানা রুমা প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২০
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।