ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সড়ক দুর্ঘটনায় ইবি ছাত্রলীগের সাবেক সম্পাদকের মৃত্যু

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৬, নভেম্বর ৪, ২০২০
সড়ক দুর্ঘটনায় ইবি ছাত্রলীগের সাবেক সম্পাদকের মৃত্যু

ইবি: সড়ক দুর্ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অমিত কুমার দাস মৃত্যু হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে ম্ঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার পথে মহাসড়কের আমতলী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় আহত হন অমিতসহ পাঁচজন। পরে ঢাকা ফিরে চিকিৎসা শেষে বাসায় ফেরেন তারা। বুধবার সকালে ফের গুরুতর অসুস্থ হন অমিত। এসময় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।

অমিত কুমার দাস ইসলামি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ক্যাম্পাসে ভর্তির পরেই ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন। প্রথমে তুহিন-জাহাঙ্গীর কমিটির সদস্য ও পরে আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হন। পরে ২০১৪ সালের ডিসেম্বরে তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনোনীত হন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার সদর উপজেলার অম্বিকাপড় গ্রামে।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২০
এইচএমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।