ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

যুবলীগে পদ দেওয়া হবে না মাদকাসক্তদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
যুবলীগে পদ দেওয়া হবে না মাদকাসক্তদের মিরসরাই উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

ফেনী: দীর্ঘ ১৭ বছর পর চট্টগ্রামের মিরসরাই উপজেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় স্থানীয় মিঠাছরা উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সীতাকুন্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.এম আল মামুন।

নানা কর্মসূচীর মধ্যদিয়ে দিনব্যাপী চলে এ সম্মেলন।  

উপজেলা যুবলীগের আহ্বায়ক নুরুল মোস্তফা মানিকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল।
উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন মান্না, মাহফুজ আলম, নুরুল আবছার সেলিম ও কামরুল হায়দার চৌধুরীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম রাশেদুল আলম।

প্রধান অতিথি মাহবুব রহমান রুহেল বলেন, ‘বর্তমান যুবসমাজ মাদকের আসক্ত হয়ে দেশের আগামীর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। যুবলীগকে মাদকমুক্ত মিরসরাই গঠনে কাজ করতে হবে। মাদকাসক্ত কাউকে পদ দেওয়া হবে না। মিরসরাইয়ের মাটি ও জনগণকে ভালোবাসতে হবে। তিনি আরো বলেন, ১-১১ এর সময় আমার পিতা  ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন কারাগারে থাকাকালীন অনেকে ষড়যন্ত্র করেছে।  


প্রধান বক্তা চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এসএম রাশেদুল আলম তার বক্তব্যে বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকলে আজ এতো বিশাল সম্মেলন করা সম্ভব হতো না। এখন এদশেদের গাছের পাতাও আওয়ামী লীগ করে।  
বিএনপি-জামায়াতের অনেকে দলে ঘাপটি মেরে বসে আসে। তিনি আরো বলেন, মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজ কাউকে যুবলীগের পদ দেওয়া হবে না। নিজে বাঁচতে হলে দলকে বাঁচাতে হবে, ক্ষমতায় রাখতে হবে, তা নাহলে সবাইকে বঙ্গোপসাগরে চলে যেতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক বশির উদ্দিন খান, মুজিবুর রহমান স্বপন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপুসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক, ইউনিয়ন যুবলীগের নেতারা।

সম্মেলনে প্রথম অধিবেশন আলোচনা সভা দিয়ে শেষ হয়। দ্বিতীয় অধিবেশনে সভাপতি-সম্পাদক পদে আগ্রহী ১৭জন প্রার্থীর জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হয়। সভাপতি পদে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল হক, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন মান্না, মাহফুজুল আলম, নুরুল আবছার সেলিম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মাইনুর ইসলাম রানা, ওয়াহেদপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল কামাল মিটু ও যুবলীগ নেতা ইব্রাহিম খাঁন।

সাধারণ সম্পাদক পদে  উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক এমরান হোসেন সোহেল, ইব্রাহিম খলিল ভুঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক উপ-ধর্ম বিষয়ক মেজবা উদ্দিন বাবু, উপজেলা যুবলীগের সাবেক সদস্য রিয়াজ উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মেজবাউল করিম সোহেল, সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন রিফাত, উপজেলা যুবলীগের সাবেক সদস্য আলা উদ্দিন আলো, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল ইকবাল চৌধুরী, শহীদুল ইসলাম শহীদ ও শাহরিয়ার সোহেল।

বাংলাদেশ সময়: ০৪১৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০ 
এসএইচডি /এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।