ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

রাজনীতি

রাজধানীতে দরিদ্রদের মাঝে বিএনপির শীতবস্ত্র বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
রাজধানীতে দরিদ্রদের মাঝে বিএনপির শীতবস্ত্র বিতরণ

ঢাকা: রাজধানীর অসহায় ও দরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিএনপি।  

রোববার (২০ ডিসেম্বর) রাতে ঢাকা-১৩ সংসদীয় আসনের বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে রাজধানীর মোহাম্মদপুর রায়েরবাগে প্রায় তিন শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় অন্যদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, মোহাম্মদপুর থানার সভাপতি মো. শাহজাহান, সিনিয়র ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ ইউসুফ, বিএনপি নেতা জামাল উদ্দিন টুয়েল, আদাবর থানার সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন, নাসির উদ্দিন, মহিলা দলের জান্নাতসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।  

সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ‘মহামারি করোনার মধ্যে আজকে সারাদেশে শীত জেঁকে বসেছে। একদিকে করোনা, আরেকদিকে শীত। তার ওপর ক্ষমতাসীনদের দুর্নীতি ও দুঃশাসনে মানুষ আজ অতিষ্ট। প্রচণ্ড শীতে অসহায় দরিদ্র মানুষ খুবই কষ্টে দিনাতিপাত করছেন। অনেকেই আশ্রয়হীন ফুটপাতে কোনোমতে রাত যাপন করছেন। ’

তিনি আরও বলেন, ‘বিএনপি জনকল্যাণমূলক কাজে বিশ্বাসী। সবসময় জনগণের পাশে ছিল, এখনো আছে। বিএনপি মহামারি করোনার সময় দেশের অসংখ্য মানুষকে দলমত নির্বিশেষে সহায়তা করেছে। জনকল্যাণের অংশ হিসেবে আজকে রায়েরবাগে অসহায় দরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
এমএইচ/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।