ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধু স্বাধীনতার বীজ রোপণ করেছিলেন: তোফায়েল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৭, মার্চ ১৭, ২০২১
বঙ্গবন্ধু স্বাধীনতার বীজ রোপণ করেছিলেন: তোফায়েল

ভোলা: বঙ্গবন্ধুর জন্মদিনকে ঐতিহাসিক দিন উল্লেখ করে সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা সদর আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, পাকিস্তান প্রতিষ্ঠার পর বঙ্গবন্ধু উপলব্ধি করেছিলেন, এই পাকিস্তান বাঙালিদের জন্য হয়নি। একদিন বাংলার ভাগ্য নিয়ন্ত্রক বাঙালিদের হতে হবে।

এই লক্ষ্য সামনে নিয়ে তিনি ছাত্রলীগ, আওয়ামী লীগ গঠনসহ ভাষা আন্দোলনের মধ্য দিয়ে স্বাধীনতার বীজ রোপণ করেন।
 
বুধবার (১৭ মার্চ) ভোলা জেলা আওয়ামী লীগ আয়োজিত বন্ধবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্যে তিনি এ কথা বলেন।

তোফায়েল বলেন, বঙ্গবন্ধু ছিলেন বিশ্বের একজন শ্রেষ্ঠনেতা। পৃথিবীতে তার মতো নেতা বিরল। তিনি সাধারণ মানুষের নেতা। যার কোনো প্রোটোকল ছিল না।  

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জুলফিকার আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সম্পাদক আবদুল মমিন টুলু, উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।