ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

হত্যা মামলায় সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতা সবুজ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২১
হত্যা মামলায় সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতা সবুজ গ্রেফতার নূর কায়েম সবুজকে

সিরাজগঞ্জ: হত্যা ও বিস্ফোরকসহ একাধিক মামলায় সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির সাবেক সভাপতি নূর কায়েম সবুজকে গ্রেফতার করেছে পুলিশ।  

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে পৌর এলাকার সয়াধানগড়া মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নূর কায়েম সবুজ সয়াধানগড়া মহল্লার বাসিন্দা।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বাংলানিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নূর কায়েম সবুজের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকসহ ৫টি মামলার ওয়ারেন্ট ছিল। এসব মামলায় মঙ্গলবার রাতে শহরের সয়াধানগড়া মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

এদিকে নূর কায়েম সবুজকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির জাতীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, তাকে যেসব মামলার ওয়ারেন্ট দেখিয়ে গ্রেফতার করা হয়েছে এগুলো সব রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা।

বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২১

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।