ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘জনগণ দ্রব্যমূল্যের নতুন ভাইরাসে আক্রান্ত’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
‘জনগণ দ্রব্যমূল্যের নতুন ভাইরাসে আক্রান্ত’

ঢাকা: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, ‘দেশের জনগণ আজ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নতুন ভাইরাসে আক্রান্ত হয়েছে। তারা আজ নিজ দেশে অবহেলিত।

করোনার কারণে অর্থনৈতিক ও মানসিকভাবে পর্যুদস্ত। ’

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক সভায় তিনি এ কথা বলেন।

ভাসানী মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় আবদুস সালাম বলেন, ‘সরকার জনগণের ভোটাধিকার, বাগস্বাধীনতা, সভা-সমাবেশ ও প্রতিবাদ করার সমস্ত পথ বন্ধ করে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। সময় এসেছে এর বিরুদ্ধে রুখে দাঁড়াবার। জনতার ঐক্যবদ্ধ মিছিলের স্রোতে ফ্যাসিবাদের অশুভ চক্র ভেসে যাবে। ’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, ‘অধিকার আদায়ের কর্মসূচিতে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে সামিল হতে হবে। ঐক্যবদ্ধ প্রতিরোধে সব জুলুমের অবসান হবে। ’

সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক, সদস্য, থানা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২১
এমএইচ/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।