ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরিশাল আ.লীগ নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
বরিশাল আ.লীগ নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার আ.লীগের বহিষ্কৃত নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার

বরিশাল: মূলাদী উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ও ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত নেতাকর্মীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বরিশাল জেলা আওয়ামী লীগের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সভায় মূলাদী উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ও ইউনিয়ন আওয়ামী লীগের বহিস্কৃত নেতাকর্মীদের ব্যাপারে বিস্তারিত আলাপ আলোচনার পর আলমগীর হোসেন হিরন, সালেহ উদ্দিন হাওলাদার, মশিউর রহমান টিপু হাওলাদার, মিজানুর রহমান হাওলাদার, মোসলেম উদ্দিন বয়াতি, আ. রব মুন্সী, দীদারুল আহসান খান, অহিদুজ্জামান আনোয়ার, মো. দেলোয়ার হাওলাদার, এম.এ. আজিজ, ইঞ্জিনিয়ার ইউসুফ আলী, সিরাজুল ইসলাম মুন্সী, মজিবর রহমান শরীফের বহিষ্কারাদেশ প্রত্যাহারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি (মন্ত্রী) আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসসহ অনান্য নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ন‌ভেম্বর ১৮, ২০২১
এমএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।