ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নিষ্কলুষ ছাত্রদের পিটিয়ে দমন বড় বিদ্রোহের জন্ম দেবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
নিষ্কলুষ ছাত্রদের পিটিয়ে দমন বড় বিদ্রোহের জন্ম দেবে আ স ম আবদুর রব -ফাইল ছবি

ঢাকা: ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, স্বাধীনতার পতাকা উত্তোলক আ স ম আবদুর রব বলেছেন, কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়কের আন্দোলন, উচ্চশিক্ষায় ভ্যাট বসানোর প্রতিবাদে আন্দোলন এবং সর্বশেষ গণপরিবহনে হাফ বাড়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিবাদকে পিটিয়ে দমন করার পরিণতি 'বড় বিদ্রোহের' জন্ম দেবে।

তিনি বলেন, ন্যায় সঙ্গত দাবি-দাওয়া নিয়ে বঞ্চনার বিরুদ্ধে স্কুল-কলেজ শিক্ষার্থীদের আন্দোলনের বিরুদ্ধে সরকারের প্রশ্রয়ে ছাত্রলীগের নামধারীদের হামলা এবং বলপ্রয়োগের মহড়া নতুন করে রক্তপাতের ক্ষেত্র প্রস্তুত করছে।

ছাত্রদের বিদ্রোহই ১৯৭১ সালে সারা জাতির মননে স্বাধীনতার স্বপ্ন বপন করে দেয়। একই ভাবে বর্তমানে আন্দোলনরত ছাত্রদের ওপর হামলা ও নির্মমতার বিপরীতে প্রচণ্ড ছাত্র গণজাগরণের সৃষ্টি হবে এবং সরকারকে চরম খেসারত দিতে হবে।

বুধবার (২৪ নভেম্বর) আহ্বায়ক তৌফিকুজ্জামান পিরাচার নেতৃত্বে জেএসডি ছাত্রলীগের একটি প্রতিনিধি দলের সঙ্গে চলমান ছাত্র আন্দোলন নিয়ে নিজের উত্তরার বাসায় মতবিনিময় কালে আসম রব এমন কথা বলেন।


বৈঠকে জেএসডি স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব উপস্থিত ছিলেন।

আ স ম রব আরও বলেন, শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার বিষয়টি ঐতিহাসিক ১১ দফা আন্দোলনের অন্যতম দাবি ছিল। সে দাবি পাকিস্তান সরকার মেনে নিলেও স্বাধীনতার ৫০ বছরেও তা নিশ্চিত হয়নি। হাফ ভাড়ার বিষয়ে অবশ্যই রাষ্ট্রীয় হস্তক্ষেপ প্রয়োজন, এর আইনগত ভিত্তি দিতে হবে। নতুবা ছাত্র, অভিভাবক সর্বোপরি শিক্ষা ব্যবস্থা চরম ঝুঁকির মধ্যে পড়বে। ছাত্রদের আন্দোলন যে কোনো সময় দাবানলের মত ছড়িয়ে পড়বে। আজ ছাত্রদেরকেই অন্যায় বেআইনি ও দুর্বৃত্ত নির্ভর উপনিবেশিক রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ছাত্ররাই ছাত্র-গণঅভ্যুত্থানের সূচনা করবে এবং আগামী দিনের বাংলাদেশ নিরাপদ করবে।

মতবিনিময় সভায় তৌফিকুজ্জামান পীরাচা, জাহিদ জসিম, যোবায়ের রহমান, নাহিদুল ইসলাম, সিয়াম ইমতিয়াজ, সাব্বির হোসেন মতিউর রহমান এবং জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা,  নভেম্বর ২৪, ২০২১
এমএইচ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।