ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নির্বাচনী সহিংসতায় ইউপি সদস্য প্রার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
নির্বাচনী সহিংসতায় ইউপি সদস্য প্রার্থী নিহত মাহমুদুল হক পলাশ মুন্সি

ঝিনাইদহ: চতুর্থ ধাপে ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে নৌকা ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল ও নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে।  প্রতিপক্ষের মারপিটে আহত হয়ে মাহমুদুল হক পলাশ মুন্সি (৫০) নামে এক মেম্বর প্রার্থীর (ফুটবল) নিহত হওয়ার অভিযোগ করেছে তার পরিবার।

এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে গিয়ে পুলিশের এক কর্মকর্তা হামলার শিকার হয়েছেন।

বুধবার (১৫ ডিসেম্বর) রাত ও বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে ওই ইউনিয়নের টিকারী বাজারে এসব ঘটনা ঘটে বলে জানা গেছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা বাংলানিউজকে জানান, বুধবার রাতে ফুরসন্দি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আনারস) আবু সাঈদ শিকদারের নির্বাচনী প্রচারণার সময় লক্ষ্মীপুর গ্রামে দুইটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। এরই প্রতিবাদে রাতেই টিকারী বাজারে পাল্টা আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর শহিদুল ইসলাম শিকদারের (নৌকা) নির্বাচনী অফিস ও আরও দুইটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সে সময় ৫ নম্বর ওয়ার্ডের মেম্বর প্রার্থী মাহমুদুল হক পলাশকে মারধর গুরুতর আহত করার অভিযোগ ওঠে। বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে মৃত্যু হয় পলাশের।
খবর পেয়ে সকালে নাড়িকেলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলে তার ওপর হামলা চালায় নৌকা প্রতীকের সমর্থকরা। এতে এসআই তৌহিদুল আহত হলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এবং ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।