ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন ১৮-১৯ ডিসেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন ১৮-১৯ ডিসেম্বর

ঢাকা: ১৮ ও ১৯ ডিসেম্বর ঢাকায় বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশ জাসদ ছাত্রলীগের দুই দিনব্যাপী ২৯তম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।  

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে জাসদ ছাত্রলীগের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

 

শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় সম্মেলনের উদ্বোধন করা হবে।  

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাসদ সভাপতি ও সংসদ সদস্য হাসানুল হক ইনু। বিশেষ অতিথি হিসেবে জাসদের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শিরীন আখতার, কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম এবং প্রখ্যাত শিক্ষাবীদ ও বিজ্ঞানী অধ্যাপক ড. আনোয়ার হোসেন।  

উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করবেন জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আহসান হাবীব শামীম ও সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক রাশিদুল হক ননী।

সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা, উপজেলা ও থানা কমিটি থেকে কয়েক হাজার শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করবেন।  

উদ্বোধনী অধিবেশনের পর একটি বর্ণাঢ্য র‌্যালি ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন এলাকার সড়কসমূহ প্রদক্ষিণ করবে।
একই দিন বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে কাউন্সিল অধিবেশন বসবে।  

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
আরকেআর/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।