ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কামারখন্দে বাসচাপায় চেয়ারম্যান প্রার্থীসহ আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
কামারখন্দে বাসচাপায় চেয়ারম্যান প্রার্থীসহ আহত ৪

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কুটিরচর এলাকায় বাসচাপায় চেয়ারম্যান প্রার্থীসহ চারজন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।



আহতরা হলেন- কামারখন্দের ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রার্থী (নৌকা) আব্দুল মালেক খান (৫২), ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন (৩৫), ছাত্রলীগ নেতা সিয়াম (২৬) ও সিএনজিচালিত অটোরিকশাচালক দুলাল হোসেন (৪২)।

আহতদের সিরাজগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত দুলালকে ঢাকায় পাঠানো হয়েছে।

ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টি এম মোস্তফা জয় বাংলানিউজকে বলেন, চেয়ারম্যান প্রার্থী আব্দুল মালেকসহ তিনজন বানিয়াগাঁতীতে একটি নির্বাচনী প্রচারণার অনুষ্ঠান শেষে অটোরিকশায় করে ফিরছিলেন। পথে তারা কুটিরচর এলাকায় এলে একটি বাস তাদের অটোরিকশাটিকে চাপা দেয়। এতে মালেকসহ ওই চারজন আহত হন।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতাউর রহমান বলেন, গাইবান্ধা থেকে ঢাকাগামী সোনালী পরিবহনের যাত্রীবাহী একটি বাসচাপায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত চার জনকে হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।