ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নৌকার পক্ষে ভোট করা সম্ভব নয় জানিয়ে আ.লীগ নেতার পদত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
নৌকার পক্ষে ভোট করা সম্ভব নয় জানিয়ে আ.লীগ নেতার পদত্যাগ

নাটোর: পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নে হাফিজুর রহমান বাবুকে নৌকা প্রতীকের মনোনয়ন দেওয়া হয়েছে। তাই নৌকার পক্ষে ভোট করা সম্ভব নয় জানিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মিঠু দলীয় পদ থেকে অব্যাহতি চেয়েছেন।



শনিবার (১৮ ডিসেম্বর) সকালে নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতির হাতে আশরাফুজ্জামান মিঠু অব্যাহতিপত্র জমা দেন।

ওই পত্রে তিনি উল্লেখ করেন, জনবিচ্ছিন্ন ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে সংম্পৃক্ত না থাকায় উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাফিজুর রহমান বাবুকে নৌকার মনোনয়ন না দেওয়ার জন্য ইউনিয়ন আওয়ামী লীগ রেজুলেশন দেয়। তারপরও তাকে নৌকার মনোনয়ন দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। এ কারণে জনবিচ্ছিন্ন এ নেতার পক্ষে নির্বাচনী কাজ করা সম্ভব নয় জানিয়ে ব্রহ্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। এ অব্যাহতিপত্রটি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকু গ্রহণ করেছেন।

আশরাফুজ্জামান মিঠু বলেন, আমি দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি, তাই আওয়ামী লীগের প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর বলেন, এক নম্বর ব্রহ্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মিঠু তার সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি নিতে চান। তাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে পদত্যাগপত্র জমা দেন।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের কমিটির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।