ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ

ফেনী: ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লুৎফুর নাহার পারভীন নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করছেন।

বুধবার (২২ ডিসেম্বর) বিকেলে ফেনী প্রেসক্লাবে উপস্থিত হয়ে তিনি এ অভিযোগ করেন।

দুপুরে একই ইউনিয়নের বালুয়া চৌমুহনী বাজারের পেট্রোবাংলা সড়কের মাথায় নির্বাচনী প্রচারণায় বাধা ও হামলার ঘটনা ঘটে বলে জানান চেয়ারম্যান প্রার্থী পারভীন।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লুৎফুর নাহার পারভীন বলেন, তিনি নির্বাচনী প্রচারণা চালানোর সময় নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন মুন্সী ও তার সমর্থকরা ময়লা পানি নিক্ষেপ করাসহ হামলা চালিয়ে তার গণসংযোগ ছত্রভঙ্গ করে দেন।

তিনি বলেন, সকাল থেকে তিনি গণসংযোগ করছিলেন। একপর্যায়ে গণসংযোগের খবর পেয়ে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন মুন্সি তার দলবল নিয়ে তার ওপর হামলা করেন। পরে পুলিশে খবর দেন পারভীন।

এ ঘটনায় তিনি নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ এবং থানায় মামলা করবেন বলেও জানান।  

অভিযুক্ত নৌকা প্রতীকের চেয়ারমম্যান প্রার্থী আনোয়ার হোসেন মুন্সী বাংলানিউজকে বলেন, অভিযোগ সম্পূর্ণ অসত্য এবং বানোয়াট। ঘটনাস্থলেই তিনি ছিলেন না। এ সময় তিনি তার বাড়িতে ছিলেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বাংলানিউজকে বলেন, অভিযোগ পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

অপরদিকে লেমুয়া ইউপির আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস কোরাইশীর পোস্টার, লিফলেট ছিনতাই ও প্রচারণায় নিয়োজিত গাড়ি চালককে মারধরের অভিযোগ উঠেছে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।